প্রাচীন ভারতবর্ষের প্রচলিত লিপি বিশেষ।
আদি ব্রাহ্মীলিপি ১০০ থেকে ৩০০ খ্রিষ্টাব্দের ভিতরে কুষাণ রাজবংশীয় রাজাদের শাসনামলে পরিবর্তিত হয়। কুষাণ আমলের ব্রাহ্মীলিপি যে রূপ লাভ করে তাকে বলা হয় কুষাণলিপি। খ্রিষ্টীয় ৪০০ থেকে ৪৫০ অব্দের ভিতরে ভারতবর্ষের গুপ্তবংশীয় রাজাদের রাজত্বকালে, সারা উত্তর ভারতে কুষাণলিপি বিবর্তিত হয়ে যে রূপ পায় তাকেই গুপ্তলিপি বলা হয়।
এই লিপি খ্রিষ্টীয় ষষ্ঠ থেকে নবম শতাব্দী পর্যন্ত বিভিন্নভাবে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের উল্লেখযোগ্য দিক হলো- বর্ণের রেখাগুলো ব্যাপকভাবে বক্ররূপ লাভ করে। এই লিপির বক্রতার জন্যই এর নাম দেওয়া হয়েছে- কুটিললিপি। কুটিললিপি থেকে আধুনিক বাংলা লিপির উদ্ভব হয়। নিচের তালিকায় বাংলাবর্ণ অনুসারে কুটিললিপি থেকে আধুনিক বাংলা লিপির ক্রমবিবর্তন দেখানো হলো।
অ | |
আ | |
ই | |
ঋ | |
এ |
|
ক |
|
খ |
|
গ |
|
্ঘ |
|
ঙ |
|
চ |
|
ছ |
|
জ |
|
ঝ |
|
ঞ |
|
ট |
|
ঠ |
|
ড |
|
ঢ |
|
ণ |
|