সুনির্দিষ্ট নামে চিহ্নিত হয় নাই এমন সত্তা।
ইংরেজি: thing।
নিম্নক্রমবাচকতা :
ঊর্ধক্রমবাচকতা {| সত্তা |}
ব্যাখ্যা:
- সত্তা'র একটি ভাগ বিশেষ।
- মানুষ এমন কিছু বিষয় অনুভব করে, যেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না। যখন কেউ বলে যে, বিষয়টা কি তা আমি জানি না। এখানে 'বিষয়' শব্দটি বিমূর্ত বা মূর্ত কোনো ভাবই প্রকাশ করে না। অথচ 'বিষয়' শব্দটি অ-চিহ্নিত বা অনির্দেশিত বিশেষ্য পদ হিসেবে বিবেচিত হবে।