২০টি সংস্কৃত উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত একটি। এই উপসর্গ নানা অর্থে অন্য শব্দের পূর্বে বসে বিশেষ অর্থ প্রকাশ করেযেমন-
উৎকর্ষ বা প্রকৃষ্ট অর্থে: প্রকট, প্রকটন, প্রকটিত, প্রকটীকৃত, প্রকথন, প্রকম্পন, প্রকম্পনীয়, প্রকম্পিত, প্রকর, প্রকরণ, প্রকর্ষ, প্রকর্ষক, প্রকর্ষণ, প্রকর্ষণীয়, প্রকর্ষিত, প্রকল্প, প্রকল্পনা, প্রকল্পিত, প্রকাণ্ড, প্রকাশ, প্রকাশন, প্রকাশিত, প্রকাশীকরণ, প্রকাশ্য, প্রকীর্ণ, প্রখ্যাত, প্রকৃতি, প্রদান,
অতিশয় অর্থে: প্রকল্যাণ, প্রকশ, প্রকূপিত,
ভেদ বা ভিন্নতা অর্থে: প্রকার, প্রভেদ
খ্যাতি অর্থে: প্রকীর্তন, প্রকীর্তিত
উৎপত্তি, ব্যবহার, আরম্ভ
এই উপসর্গ শব্দগঠনে ক্রিয়ামূলের পূর্বে যুক্ত হয়। যেমন―
প্রেষ = প্র -√ইষি {√ইষ্ (ইচ্ছা করা)+ই (ণিচ)} +অ (অচ্)।