সত্তা, সত্ত্বা, স্বত্বা
শব্দের অর্থসহ বানান ও প্রয়োগ
১. সত্তা
‘সত্তা এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং অন্তরের বিষয়। তাই ব্যক্তি, প্রাণ, অস্তিত্ব, স্থিতি, বিদ্যমানতা, নিত্যতা প্রভৃতি অর্থ প্রকাশে সত্তা লিখতে হবে। যেমন:
- আল্লাহই একমাত্র সৃতিকর্তা যেখানে দ্বিতীয় কোনো সত্তা নেই।
২. সত্ত্ব/সত্ত্বা
‘সত্ত্ব’ এবং ‘সত্তা’ দুটি সমার্থক। কিন্তু ‘সত্ত্ব’ শব্দটির স্বাধীন ব্যবহার নেই। এটি অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। যেমন:
- আমসত্ত্ব
আবার, ‘সত্ত্ব’ শব্দের স্ত্রীবাচক পদ 'সত্ত্বা'। এটিও স্বাধীনভাবে বসে না। অন্য শব্দের সাথে মিলে বসে। যেমন:
- অন্তঃসত্ত্বা
৩. স্বত্ব/স্বত্বা
‘স্বত্ব’ শব্দের অর্থ অধিকার, বিষয় সম্পত্তি বা ব্যবসার মালিকানা প্রভৃতি। 'মালিকানাস্বত্ব' এর স্বত্ব এবং 'স্বত্বাধিকার' এর স্বত্বা, দুটোই অধিকার বা মালিকানা বুঝাতে ব্যবহৃত হয়। যেমন:
- শুভ তার অর্ধেক জমির স্বত্ব আমাকে দিয়েছে (মালিকানা)
- সব স্বত্ব চলে গেলেও আমার সম্মান হারাতে দেবো না (সম্পত্তি)
- অমুক কোম্পানির স্বত্বাধিকার আমি নিজে (মালিক)
- এই জমির মালিকানাস্বত্ব আমার বাবার (অধিকার/মালিকানা)