বি

বানান বিশ্লেষণ: ব্ +ই
উচ্চারণ: [বি] [bi]
শব্দ-উৎস:-১ সংস্কৃত অপি>বাংলা বি।

পদ: অব্যয় {নির্দেশক বা সংযোজক}।
সমার্থক শব্দাবলি: -টি, ই, ই, ও বা।  

শব্দ বিবর্তন:

সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
-টি, -টিই অর্থে: কাআ তরুবর পঞ্চ বি ডাল/লুইপাদানাম। চর্যাগীতিকা-১।
ই অর্থে:
বাটঅ ভঅ খাণ্ট বি বলআ/সরহপাদানাম্। চর্যাগীতিকা-৩৮।
ভব উলোল ষঅবি বলআ/সরহপাদানাম্। চর্যাগীতিকা-৩৮।
জেতই বোলি তেতবি টাল। কাহ্নপাদানাম। চর্যাগীতিকা-৪০।
ও অর্থে:
জইসো জাম, মরণ বি তইসো। সরহপাদানাম্।  চর্যাগীতিকা-২২।
জো এথু জাম, মরণে বি সঙ্কা। সরহপাদানাম্।  চর্যাগীতিকা-২২।
বা অর্থে: ভণই কাহ্ন জিণরঅণ বি কইসা। কাহ্নপাদানাম। চর্যাগীতিকা-৪০।
শব্দ-উৎস:-২: সংস্কৃত উপসর্গ বি>বাংলা বি।

শব্দভেদে অর্থ প্রকরণ:

পৃথকভাব: বিয়োগ, বিশ্লেষ
বিবিধ ভাব: বিচিত্র, বিবিধ
অতিশয় ভাব: বিকীর্ণ,
ইতস্তত ভাব: বিক্ষিপ্ত, বিভ্রান্ত
মোহ ভাব: বিমনস্ক, বিমুগ্ধ
বৈপরিত্য ভাব: বিকর্ম, বিক্রয়, বিকল্প
বিরোধ অর্থে: বিবাদ, বিবাদী
বিশেষার্থে: বিকচ, বিকর্তন, বিবেচ্য, বিরচন, বিভূষণ, বিনীত
অভাব অর্থে: বিধবা, বিস্মৃতি
বিকৃতি বা বৈরূপ্য ভাব: বিকট, বিকার, বিকৃত
বিস্তারিত ভাব: বিকথন, বিস্তীর্ণ

সূত্র:

চর্যাগীতিকোষ। নীলরতন সেন। সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১। পৃষ্ঠা: ২, ৬৬, ১০১, ১০৬, ১৩৯, ১৪৬, ১৪৭।
চর্যাগীতি পরিক্রমা। ড. নির্মল দাশ। দে'জ সংস্করণ। জানুয়ারি ২০০৫। পৃষ্ঠা: ১১৩, ১৭১, ২০৫ ।
চর্যাগীতি প্রসঙ্গ। সৈয়দ আলী আহসান। মৌলি প্রকাশনী। জুন ২০০৩। পৃষ্ঠা: ১৪৮, ১৭১, ১৮৫, ১৮৭।
চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক। পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই ২০০৯। পৃষ্ঠা: ১৫-১৬, ৯১, ১৩৯, ১৪৬।
চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২। পৃষ্ঠা: ৬৩, ১১৯, ১৫৫, ১৬১।
চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। পৃষ্ঠা: ৫০৭।
বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ১৫২১-২২।
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫। পৃষ্ঠা: ৮৬৫।
বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ১৫৫৮।
বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭। পৃষ্ঠা: ৬৬৯।
শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ৬৪৬।
শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৬১৯।
শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ৪৩৯।
সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২। পৃষ্ঠা: ৬০৭।
সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি, হুগলী। ১৪০৮ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৩৭৩।
সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা: ৯১৪।
নাম

অনুসর্গ উচ্চারণবিধি উপসর্গ কাল ক্রিয়া চিহ্ন ধ্বনি পদ প্রত্যয় প্রবাদ ও প্রবচন বচন বাংলা বাংলা ছন্দ বাক্য বাক্য প্রকরণ বাক্য সংকোচন বাগধারা বানানের নিয়ম বিপরীত শব্দ বিভক্তি ব্যাকরণ ব্যাখ্যা ভাষাতত্ত্ব ভিন্নার্থক শব্দ লিপি শব্দ শব্দার্থ সংখ্যা সংখ্যাবাচক শব্দ সন্ধি সমার্থক শব্দ সমাস স্বরধ্বনি স্বরবর্ণ
false
ltr
item
বাংলা ব্যাকরণ: বি
বি
বাংলা ব্যাকরণ
https://bangla.shobdo.com/2020/05/bi.html
https://bangla.shobdo.com/
https://bangla.shobdo.com/
https://bangla.shobdo.com/2020/05/bi.html
true
8200585310189284394
UTF-8
কোন নিবন্ধ পাওয়া যায় নি কোনও সম্পর্কিত নিবন্ধ খুঁজে পাওয়া যায় নি সবগুলি দেখুন বিস্তারিত পড়ুন প্রতু্যত্তর উত্তর বাতিল করুন মুছে ফেলুন দ্বারা প্রচ্ছদ পৃষ্ঠাগুলি নিবন্ধগুলি বিস্তারিত দেখুন আপনার জন্য প্রস্তাবিত বিষয় পুঁথিশালা অনুসন্ধান সকল নিবন্ধ আপনার অনুসন্ধান করা শব্দটি কোনও নিবন্ধে খুঁজে পাওয়া যায় নি প্রচ্ছদে ফিরে চলুন সূচীপত্র সম্পর্কিতও দেখুন Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat জানুয়ারী ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy