দৈহিক অস্তিত্ব আছে এমন সত্তা।
ঊর্ধ্বক্রমবাচকতা {দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি : physical entity
ঊর্ধ্বক্রমবাচকতা {দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি : physical entity
ব্যাখ্যা:
- সত্তার একটি ভাগ বিশেষ।
- মানুষ ইন্দ্রিয় দ্বারা যা কিছু অনুভব করে, তার ভিতর দিয়ে প্রত্যক্ষ ধারণার জন্ম হয়। এর ভিতর দিয়ে প্রতিটি অনুভবের একটি মনোগত মূর্তি তৈরি হয়। যেমন- পোলাও-এর গন্ধের সাথে পেট্রোলের গন্ধের পার্থক্য আছে। মূলত মানুষ অভিজ্ঞতার আলোকে এই দুটি গন্ধের রূপ পৃথক করতে পারে। কিন্তু গন্ধের কোনো আকার, ওজন নেই। ফলে গন্ধ বস্তুগত বৈশিষ্ট্য থেকে বঞ্চিত। আমাদের চোখে দেখা অনেক বিষয় আছে, যার কোনো বস্তুগত ধর্ম নেই। যেমন— বজ্র-বিদ্যুৎ-এর আলো। মূলত যার ওজন আছে, জায়গা দখল করে এবং যেকোনো সত্তাকে মূর্ত সত্তা বা দৈহিক সত্তা বলা হয়।
প্রাথমিক বিচারে মূর্ত সত্তাকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। ভাগগুলো হলো—- দৈহিক প্রক্রিয়া (process, physical process) :অস্তিত্ব-বহমান প্রপঞ্চ বা ধারবাহিক ক্রমদশায় ক্রম-পরিবর্তনের দ্বারা চিহ্নিত একটি প্রক্রিয়া।
- দৈহিক-লক্ষ্যবস্তু (object, physical object) : যা স্পর্শ করা যায় এবং দেখা যায় এবং ছায়া প্রদান করে।
- নিমিত্তবাচক ঘটক (causal agent, cause, causal agency) : প্রভাব সৃষ্টি করে বা কোন ঘটনার জন্য বা ফলাফলের জন্য দায়ী এমন যে কোন সত্তা।
- বস্তু (substance, matter) : যার ভর আছে এবং যা জায়গা দখল করে
- স্বতন্ত্র সত্তা (thing) : যা স্বতন্ত্র এবং স্বসত্ত্বা হিসেবে বিরাজ করে।