উপসর্গ
যে সকল অব্যয় জাতীয় শব্দ ধাতু বা শব্দের (নামপদ)পূর্বে বসে ধাতুর অর্থে বৈচিত্র্য আনে অথবা নতুন শব্দ তৈরী করে করে সেই সব অব্যয় জাতীয় শব্দকে উপসর্গ বলে।যথা--প্র,পরা,অ,অনা,বি,ফুল ইত্যাদি।
তিন ধরনের উপসর্গ দেখা যায়।এরা হল--সংস্কৃত উপসর্গ ,বাংলা উপসর্গ এবং বিদেশী উপসর্গ।
সংস্কৃত উপসর্গ:--সংস্কৃত উপসর্গ কুড়িটি। এগুলি হল--- প্র,পরা,অপ,সম,নি,অব,অনু,নির,দুর,বি,অধি,,সু,উৎ,পরি ,প্রতি,অভি,অতি ,অপি, উপ,আ ।
বাংলা উপসর্গ :--বাংলা ভাষায়ও কিছু উপসর্গ আছে।এগুলি নামপদের (বিশেষ্য)পূর্বে বসে।যথা--অ(অফুরন্ত,অদেখা),অনা(অনাবৃষ্টি ,অনামুখো),আ--(আলুনি ,আধোয়া),দর--(দরকাঁচা,দরসিদ্ধ),নি--(নিলাজ,নিখরচা),পাতি--(পাতিলেবু,পাতিহাঁস),বে-(বেচাল, বেহাত)বি--(বিভুঁই,বিদেশ),,ভর-(ভরসন্ধ্যা,ভরদুপুর),ভরা-(ভরাঘট,ভরাগাঙ্গ),রাম--(রামদা,রামছাগল),স--(সপাট,সজল),হা--(হাভাত, হাঘর,)।
বিদেশী উপসর্গ:--কিছু বিদেশী উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয়।এরা হল--ফি-(ফিবছর,ফিরোজ),হর--(হররোজ ,হরবোলা),হেড (হেডমাস্টার,হেড মিস্ত্রি),গর--(গরমিল,গরহাজির),না--(নাচার,নাবালক),,ব-(বকলম ,বমাল),,বে--(বেসরম,বেয়াদপি),বদ--(বদমাইশ,বদরাগী),ফুল--(ফুলবাবু,ফুল্টপ্যান্ট),হাফ-(হাফ- টিকিট,হাফ-হাতা),সব্-(সব-জজ্,সব্-রেজিসট্রার ),নিম--(নিমরাজি ,নিম-মুখ),বর-(বরখাস্ত,বরবাদ),কার--(কারবার ,কারসাজি),খাস--(খাসমহল,খাসকামরা),খোস(খোসগল্প,খোসমেজাজ)।
এখন উপসর্গযোগে ধাতুর অর্থে কিরূপ পরিবর্তন হয় তা একই ধাতুর পূর্বে(হৃ-ধাতু)পাঁচটি ভিন্ন ভিন্ন উপসর্গ যোগে দেখানো হচ্ছে।
আ--হৃ+ঘঞ্=আহার।
অনা--হৃ+ঘঞ্=অনাহার।
বি--হৃ+ঘঞ্ =বিহার ।
উপ--হৃ+ঘঞ্=উপহার ।
প্র--হৃ+ঘঞ্ =প্রহার ।
অনুসর্গ
যে সকল অব্যয় জাতীয় শব্দ বিভক্তির ন্যায় পদের পরে বসে অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে সেই সব অব্যয় জাতীয় শব্দকে অনুসর্গ বলে।যথা--দ্বারা,দিয়া,হইতে,থেকে ইত্যাদি।
অনুসর্গগুলি উপসর্গের মত অর্থহীন নয়। অনুসর্গগুলির কিছু না কিছু অর্থ আছে।আর এই অর্থ দিয়ে সে অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে।এই জন্য অনুসর্গগুলিকে পরসর্গ বা কর্মপ্রবচনীয়ও বলে।
উপসর্গ যেমন ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থে বৈচিত্র্য আনে ,অনুসর্গ তেমন নাম পদেরপরে বসে বাক্যের অর্থকে সুস্পষ্ট করে।
অনুসর্গগুলি স্বতন্ত্র পদ হলেও কারক বুঝাতে বিভক্তি রূপে ব্যবহৃত হয়।যথা--করণ কারকে দ্বারা,দিয়া,কর্তৃক।
সম্প্রদান কারকে জন্য,নিমিত্ত,হেতু,তরে।
অপাদান করাকে হইতে,থেকে,চেয়ে,অপেক্ষা।
অধিকরণকারকে নিকটে,মধ্যে,পাশে,ভিতরে,উপরে,পানে,দিকে ইত্যাদি।
উপসর্গ ও অনুসর্গের পার্থক্য
1.উপসর্গগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে।/অনুসর্গগুলি পদের পরে বসে।
2. উপসর্গ ধাতু বা শব্দের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে থাকে।/অনুসর্গ পদের থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে।
3.উপসর্গের কোন অর্থ নেই।/অনুসর্গের কিছু না কিছু অর্থ আছ।ব
4.উপসর্গের কাজ ধাতুর অর্থে বৈচিত্র্য আনা অথবা নতুন শব্দ গঠন করা।/অনুষঙ্গের কাজ পদে পদে সম্পর্ক স্থাপন করা।