আর্য তথা সংস্কৃত ভাষাভাষীদের আগমনের পূর্বে, এদেশে যে সকল স্থানীয় ভাষা প্রচলিত ছিল, সে সকল ভাষাকে সাধারণভাবে অনার্য বা দেশী ভাষা বলা হয়। এই সকল ভাষায় ব্যবহৃত উপসর্গগুলি বাংলাতে পাওয়া যায়। সাধারণভাবে এই উপসর্গগুলিই দেশী উপসর্গ নামে পরিচিত। এই জাতীয় উপসর্গের সংখ্যা ২১টি। নিচে এই উপসর্গ এবং এর উদাহরণগুলি বর্ণানুক্রমে তুলে ধরা হলো।
১. অ-
১.১. অভাব ও বৈপরীত অর্থে। অমিল, অচেনা, অজাত, অকম্পিত, অকারণ ইত্যাদি।
১.২. নিন্দিত অর্থে। অউপকারী, অপটু, অশালীন, অকাজ ইত্যাদি।
১.৩. অতিশয় ও পূর্ণতা বাচক অর্থে। অঝোরে, অঘোরে, অখণ্ড ইত্যাদি।
১. অজ-
নিরেট অর্থে- অজমূর্খ
খাঁটি অর্থে- অজপাড়াগাঁ
২. অঘা-
বোকা অর্থে। অঘাচণ্ডি, অঘারাম ইত্যাদি।
৪. আ-
অনুপস্থিত অর্থে। আলুনি, আদেখা
অসম্পন্ন কর্ম অর্থে- আধোয়া, আভাজা ইত্যাদি।
মন্দ অর্থে- আকাঠ।
পূর্ণ বা যুক্ত অর্থে- আরঙ্গা (রঙিন)
৫। অনা- না অর্থে। ২. অনা-
না বা মন্দ অর্থে। অনাদর, অনাসৃষ্টি, অনাহত, অন্যায়, অনাহূত ইত্যাদি।
যমন : ন্কোরা, ন্সেলাই।
৭। ড়্- বাঁকা অর্থে।
যমন : ড়্-কাঠি, ড়্-চোখ ইত্যাদি।
৮। ইতি- ইহা, এই রও অর্থে।
যমন : ইতিকর্তব্য, ইতিকথা, ইতিবৃত্ত ইত্যাদি।
৯। কু- খারাপ অর্থে।
যমন : কুকাজ, কুদিন, কুকথা ইত্যাদি।
১০। দর- অক্প বা ঈষত্ অর্থে-
যমন : দর-কাঁচা, দর-পাকা ইত্যাদি।
১১। নি- না অর্থে।
যমন : নিভাঁজ, নিরেট, নিলাজ, নিখুঁত নিদয় ইত্যাদি।
১২। পাত- ছাটো অর্থে।
যমন : পাতকুয়ো।
১৩। পাতি- ছাটো অর্থে।
যমন : পাতিহাঁস, পাতিলেবু, পাতিকাক ইত্যাদি।
১৪। বি- না অর্থে।
যমন : বিকাল, বিকেল, বিরান, বিবস্ত্র ইত্যাদি।
১৫। ব- না অর্থে।
যমন : ব-টাইম, বহেড।
১৬। ভর- পূর্ণ অর্থে।
যমন : ভরদিন, ভরসাঁঝ, ভরপেট ইত্যাদি।
১৭। ভরা- পূর্ণ অর্থে।
যমন : ভরা-হাঁড়ি, ভরাপাল ইত্যাদি।
১৮। রাম- বড় অর্থে।
যমন : রামবোকা, রামদা, রামছাগল ইত্যাদি।
১৯। স- সক্ েঅর্থে।
যমন : সকাল, সমান, সবুট ইত্যাদি।
২০। সু- উত্তম অর্থে।
যমন : সুদিন, সুসময়, সুনজর, সুনাম ইত্যাদি।
২১। হা- অভাব অর্থে।
যমন : হাভাতে, হাঅন্ন ইত্যাদি।